বড়লেখায় ট্রাক্টর চাপায় শ্রমিক নিহত, অটোরিক্সার ধাক্কায় আহত যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক্টরচাপায় মেহের আলী (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকালে দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী (ঘিলাবিল) এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত মেহের আলী হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মৃত রজব আলীর ছেলে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
সূত্র জানায়, মেহের আলী ঘিলাবিল এলাকায় মাটি কাটার কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। ঘটনার সময় একটি ট্রাক্টরে মাটি ভরে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিলো। তখন ওই ট্রাক্টরে মেহের আলী ছিলেন। এ সময় তিনি ট্রাক্টরের চালকের কাছে বিড়ি চান। চলন্ত গাড়িতে তিনি চালকের কাছ থেকে বিড়ি আনতে গিয়ে অসাবধানতাবশত ট্রাক্টর থেকে পড়ে যান। এতে ট্রাক্টরটির চাপায় মেহের পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার এসআই আতাউর রহমান জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আহত শহীদুল ইসলাম সাগর (২০) নামের এক যুবক মারা গেছেন। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। এর আগের দিন মঙ্গলবার তিনি দুর্ঘটনায় আহত হন। নিহত সাগর দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মুছেগুল গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
সূত্র জানায়, সাগর কাঁঠালতলী দক্ষিণ এলাকার একটি কারখানায় কাঠমিস্ত্রী হিসেবে কাজ করেন। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে তিনি একটি ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য কারখানা থেকে মোটরসাইকেলযোগে রওয়ানা দেন। কাঁঠালতলী একাডেমীর কাছাকাছি পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সাগর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, সাগর মাথায় কিছুটা আঘাত পেয়েছেন। তার অবস্থা গুরুতর নয়। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসেন। রাত সাড়ে তিনটার দিকে সাগরের অবস্থার অবনতি হওয়ায় তাকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে পুনরায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়া হলে বুধবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।