বড়লেখায় রোকেয়া দিবসে চার জয়ীতাকে সম্মাননা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসে বিভিন্ন ক্ষেত্রে সফল হওয়ায় চার নারীকে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত জয়ীতারা হলেন-শিক্ষিকা হাসি রাণী দত্ত, ছালেহা বেগম, সালমা বেগম ও শাহনাজ আক্তার। শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় তাদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মিছবাহ উদ্দিন প্রমুখ।