বড়লেখার বিদায়ী ইউএনও’কে সিনিয়র সিটিজেন ফোরামের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি ও বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা প্রশাসনে বদলি উপলক্ষ্যে উপজেলা অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে। গত শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত সংবর্ধনা স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ সংঘের জেনারেল সেক্রেটারী আব্দুস সাত্তার। সংগঠনের সহ-সভাপতি কৃপাময় পালের সভাপতিত্বে ও লাইফ মেম্বার হাফেজ খলিলুর রহমান শাহীনের উপস্থাপনায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, বড়লেখা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ চক্রবর্ত্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সদস্য সাবেক সহকারী ভূমি কর্মকর্তা রণজিত কুমার পাল, ডা. আইনুল ইসলাম, ডা. আজির উদ্দিন, লাইফ মেম্বার আব্দুল মন্নান প্রমুখ।