বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক :: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পুলিশের গুলিতে দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বড়লেখা উপজেলা বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চান্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিছবাউল হক মিনুর উপস্থাপনায় মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতাউর শহীদ, বিএনপি নেতা সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি প্রমুখ।