পদোন্নতিপ্রাপ্ত বড়লেখার ইউএনও’কে ক্বওমী মাদ্রাসা পরিষদের সম্মাননা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পাওয়ায় ও বদলি উপলক্ষে উপজেলা ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদ তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংগঠনের নির্বাহী সভাপতি জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বড়খলা বশিরিয়া আরাবিয়া ইসলামীয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নজরুল ইসলামের উপস্থাপনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বড়লেখার বিদায়ী ইউএনও এবং পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মুদাচ্ছির বিন আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সাংবাদিক আব্দুর রব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, মাওলানা সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মাওলানা কাওছার আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, মাওলানা মনওয়ার হোসাইন মাহমুদী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা সালমান আহমদ, মাওলানা ফয়ছল আহমদ প্রমুখ।