বড়লেখায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ হলরুমে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন, আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) আওতায় অনুষ্ঠিত সমন্বয় সভায় বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, নিকাহ্ রেজিষ্ট্রার, শিক্ষক, সাংবাদিক, এনজিওকর্মীসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্র্যাক সেল্প প্রোগ্রামের জেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, থানা পুলিশের এসআই জাহেদ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য আব্দুস সালাম, কাজী জিয়াউল ইসলাম, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোজিনা বেগম, বড়লেখা মহিলা সমিতির সভাপতি রোকসানা বেগম, ব্র্যাকের এসোসিয়েট অফিসার পলি আক্তার, কাজী জাবেদ আহমদ প্রমুখ।