বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারকে ব্যাডমিন্টন এসোসিয়েশনের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলী অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি ও তাঁর বদলি উপলক্ষে উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাঁকে সংবর্ধনা দিয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল আহমদ।
উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি ক্রীড়া ভাষ্যকার ইকবাল হোসেনের উপস্থাপনায় উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান, সাংবাদিক আব্দুর রব। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সায়ফুর রহমান, কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, ক্রীড়া ভাষ্যকার ইমরান আহমদ পাপলু, ফয়সল রানা প্রমুখ।