বড়লেখা কাজী সমিতির কমিটি গঠন : রফিক সভাপতি, জাবেদ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার কাজী হুমায়ুন রশীদ চৌধুরীকে উপদেষ্টা করে বড়লেখা উপজেলা কাজী সমিতির ২ বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরস্থ উপজেলা কাজী সমিতির অস্থায়ী কার্যালয়ে কাজী হুমায়ুন রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের কাজী রফিক উদ্দিনকে সভাপতি, পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের কাজী এনামুল হককে সহ-সভাপতি, সুজানগর ইউনিয়নের কাজী জাবেদ আহমদকে সাধারণ সম্পাদক, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কাজী জিয়াউল হককে সহ-সাধারণ সম্পাদক এবং বর্ণি ইউনিয়নের কাজী মুমিত আহমদকে অর্থ-সম্পাদক করা হয়। কাজী সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন-তালিমপুর ইউনিয়নের কাজী রুহুল আমীন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন কাজী আব্দুর রহিম, উত্তর শাহবাজপুর ইউনিয়নের কাজী রমিজ উদ্দিন (সাংবাদিক), দাসেরবাজার ইউনিয়নের কাজী মুক্তাদির আহমদ।