জটিল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় আর্থিক অনুদান দিলো সমাজকর্মী ফোরাম ও টিম কোভিড ডেথ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশেমনগর গ্রামের অস্বচ্ছল পরিবারের ৮ মাসের শিশু ছাইমা আক্তারের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরাম ও টিম ফর কোভিড ডেথ। জন্মগতভাবে মলত্যাগের রাস্তা বন্ধ থাকায় ছাইমা আক্তারের বাবা সাইফুল ইসলাম ও মা আফিয়া বেগম পড়েন মহাদুশ্চিন্তায়। মেয়ের চিকিৎসা ব্যয় মেটাতে তারা দিশেহারা হয়ে পড়েন।
এদিকে দরিদ্র পিতা-মাতার শিশুকন্যা ছাইমার জটিল রোগের চিকিৎসায় কয়েক লাখ টাকার প্রয়োজন হতে পারে জেনে বড়লেখা টিম ফর কোভিড ডেথ’র প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন দেশ-বিদেশের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেন। এরই প্রেক্ষিতে দানশীল ব্যক্তিরা এগিয়ে আসেন। বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরাম ও টিম ফর কোভিড ডেথ’র প্রাথমিকভাবে সংগৃহিত অর্থ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে শিশু ছাইমা আক্তারের বাবার হাতে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রব, সমাজকর্মী সমন্বয়ক ফোরামের সভাপতি মাস্টার জাকির হোসেন, সমাজসেবক সামছুল ইসলাম, টিম ফর কোভিড ডেথ’র প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাবেদ, সংবাদকর্মী মস্তফা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদর উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা খালেদ আহমদ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, বড়লেখা পাবলিকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব আল মামুন প্রমুখ।