গেটের ফাঁকে আটকা কুকুর উদ্ধারে দমকল বাহিনীর ৪ ঘণ্টা! উৎসুক জনতার ভীড়
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখার দাসেরবাজারের উত্তর লঘাটি গ্রামে প্রবাসীর বাড়ির স্টীলের ফটকের ফাঁকে আটকা পড়া একটি কুকুরকে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করেছে দমকল বাহিনী। বুধবার (০৭ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় ভেতরে প্রবেশ করতে গিয়ে গেটের ফাঁকে মাথা ঢুকিয়ে কুকুরটি আর বের হতে পারেনি। ৫ সদস্যের দমকল বাহিনীর এ উদ্ধার অভিযান দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভীড় জমে।
এলাকাবাসী ও বড়লেখা ফায়ার স্টেশন সূত্র জানায়, বুধবার রাতের কোনো এক সময় উপজেলার উত্তর লঘাটি গ্রামের প্রবাসী নুরুল হকের বসতবাড়ির স্টীলের গেট অতিক্রম করে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় একটি কুকুর। কুকুরটি গেটের নিচের ফাঁক দিয়ে প্রবেশ করতে গেলে মাথা ঢুকানোর পর আর বেরিয়ে যেতে পারেনি। সারারাত সেখানে আটকা থাকে। সকালে বাড়ির লোকজন একটি কুকুর আটকা পড়া থাকতে দেখে বের করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। দুপুরের দিকে আটকা পড়া কুকুরটি উদ্ধারের জন্য বড়লেখা ফায়ার স্টেশনে খবর দেয়া হয়। খবর পেয়ে স্টেশন অফিসার শামীম মোল্লার নেতৃত্বে ৫ সদস্যের দমকল বাহিনীর একটি টিম দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার বিকেলে গেটের রড কেটে অক্ষত অবস্থায় কুকুরটিকে উদ্ধার করে।
বড়লেখা ফায়ার স্টেশনের কর্মকর্তা শামীম মোল্লা জানান, অক্ষত অবস্থায় কুকুরটিকে উদ্ধার করতে গিয়ে বেশি সময় ব্যয় করতে হয়েছে। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর অবশেষে গেটের রড কেটে কুকুরটিকে উদ্ধার করা হয়।