ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে ২২ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক :: সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রি ন্যায্যদামে এবং সঠিক ওজনে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন এর নেতৃত্বে ও র্যাব-৯ ফোর্স এর সহযোগিতায় মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) জেলার শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজার, সাগরদীঘি রোডসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে মাছবাজারে ডিজিটাল মিটারে ওজনে কারচুপি করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রয় না করা, বিক্রয় ভাউচার না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুনবাজারে অবস্থিত মনসুর মিয়ার মাছের দোকানকে ১৫ হাজার টাকা, জাবেদ মিয়ার ডিমের দোকানকে ৩ হাজার টাকা, সাগরদীঘি রোডে অবস্থিত মেসার্স ইকো এগ্রিকালচার স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।সারের পাইকারি ব্যবসায়ীদেরকে সঠিকভাবে এবং সরকারি নির্ধারিত দামে সার বিক্রি করা ও মাছ ব্যবসায়ীদের সঠিক ওজনে মাছ বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে ও সঠিক ওজনে পণ্যদ্রব্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।