মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য প্রার্থী হামিদুর রহমান শিপলু’র মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলা পরিষদের আসন্ন নির্বাচনে সদস্য পদপ্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য (১ নম্বর ওয়ার্ড) এবং প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু বড়লেখার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। রোববার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে এই মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান।
মুক্তিযোদ্ধা সন্তান শিক্ষক শুভাশীষ দে শুভ্র’র উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকট গোপাল দত্ত, বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দীন, নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ব্যক্তিত্ব রেজাউল ইসলাম মিন্টু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, বড়লেখা নজরুল একাডেমীর উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, বড়লেখা প্রেসক্লাবের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রব, প্রভাষক বদরুল ইসলাম মনু, প্রভাষক এমএ হাসান, শিক্ষক জাকির হোসেন, ধারাভাষ্যকার ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ শাহাজান, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
বক্তব্যে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আবু আহমদ হামিদুর রহমান শিপলু বলেন, বিগত ৫টি বছর সকলের আন্তরিক সহযোগিতায় এলাকার উন্নয়ন করতে পেরেছি। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবারও আপনাদের সকলের সহযোগিতা এবং পরামর্শ কামনা করছি।