বড়লেখায় ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী সুপারভাইজারকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুল বারীকে ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সংবর্ধনা দিয়েছেন। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। তিনি বিদায়ী ফিল্ড সুপারভাইজার মাওলানা মোহাম্মদ আব্দুল বারীকে ধন্যবাদপত্র প্রদান করেন। নবনিযুক্ত ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলাম, সংবর্ধিত বিদায়ী ফিল্ড সুপারভাইজার আব্দুল বারী, শাহবাজপুর খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা খয়রুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা জাকির হোসেন প্রমুখ।