বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে ও সুজানগর গার্লস একাডেমীর মতবিনিময় ও দু’গুণীকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে ও সুজানগর গার্লস একাডেমীর দায়িত্বশীলরা বিশিষ্ট শিল্পপতি এনআরবি ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালক সিআইপি আব্দুল করিম এবং সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমদের যুক্তরাজ্য সফর উপলক্ষে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রাতে তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। অনুষ্ঠানে এই দুই গুণী ব্যক্তিকে সংবর্ধনাও দেয়া হয়।
বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সাধারণ সম্পাদক কামরুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস’র সাবেক কাউন্সিলর আতাউর রহমান আতা, সংবর্ধিত অতিথি সিআইপি আব্দুল করিম ও ব্যবসায়ী সোহেল আহমদ, ব্যারিস্টার সালা উদ্দিন সুমন, ব্যারিস্টার আজমী খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র দাতা আহমদ হোসেন, চান্দগ্রাম এসোসিয়েশন ইউ.কে’র সভাপতি-সাপোর্টিং কেয়ার পরিচালক ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র দাতা মুহিবুস সামাদ চৌধুরী, সুজানগর গার্লস একাডেমীর চেয়ারম্যান-সুজানগর অনলাইন পেইজের পরিচালক সরোয়ার আলম, হাফিজ সিরাজুল ইসলাম, গ্রেটার বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও বড়লেখা ফাউন্ডেশনের দাতা শামীম আহমদ, গল্লাসাংগন এসোসিয়েশনের সভাপতি ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র দাতা জাকির হোসেন, বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, ট্রেজারার নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, স্থায়ী পরিষদের সদস্য আবুল কাশেম প্রমুখ।
মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি সিআইপি আব্দুল করিম বলেন, বিপুল অর্থ-বিত্ত থাকলেও যদি তা মানুষের কল্যাণে না আসতে পারে, তাহলে এর কোনো স্বার্থকতা নেই। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান। পাশাপাশি নিজের পক্ষ থেকে বড়লেখার মানুষের জন্য সব ধরণের সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।