দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পুলিশের গুলিতে হত্যার প্রতিবাদে বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক :: দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পুলিশের গুলিতে দলীয় নেতাদের হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপি অফিসবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। পরে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ স্বপনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা শাহজাহান উদ্দিনের উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জেলা বিএনপির সদস্য ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সহ-সভাপতি ময়নুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান শহীদ, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জালাল আহমদ তালাল, উপজেলা দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য আনিছ আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রৌফ, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান রহমান, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান রানা প্রমুখ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাতাব উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য হাদি হোসেন, ইউনিয়ন যুবদল নেতা ফখরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সুমন আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।