বড়লেখায় মসজিদে দেড় লাখ টাকা অনুদান বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র
নিজস্ব প্রতিবেদক :: সামাজিক সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে উপজেলার নির্মাণাধীন অজমির-মুড়িরগুল ডেরি জামে মসজিদে এক লাখ পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে। সোমবার (২৯ আগস্ট) মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় মসজিদের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সভাপতি শাহীন ইকবাল ও অন্যান্য অতিথিবৃন্দ।
এলাকার প্রবীণ মুরব্বি আহমদ আলীর সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র প্রতিনিধি শামীম আহমদের উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সভাপতি শাহীন ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসিম স্বপন। মসজিদ পরিচালনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন সমাজসেবক আজিজুর রহমান, সাবেক কৃতি ফুটবলার আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র দাতা কাতার প্রবাসী শহীদ আহমদ, ব্যবসায়ী এমরান হোসেন গণি, সমাজসেবক মস্তফা উদ্দিন, সমাজসেবক জাহিদুল ইসলাম জাবেদ, বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র শুভাকাঙ্ক্ষী করিম মাহমুদ কারিন প্রমুখ।