বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা’র কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক :: বিনা-প্রতিদ্বন্দ্বীতায় বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা’র কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম জীবন ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। গত ২ আগস্ট ফোরামের সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের উপস্থাপনায় সর্বাধিক সংখ্যক সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় গৃহিত সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে ৩০ আগস্ট নির্বাচনের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। গত ২৪ আগস্ট মনোয়নপত্র দাখিলের শেষদিন সভাপতি ও সম্পাদক পদে ফখরুল ইসলাম জীবন এবং মিজানুর রহমান মিজান একক প্রার্থী থাকায় গত ২৭ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
নতুন কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জানান, তিনি প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। এবারও তাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায়য় পুনঃনির্বাচিত করা হয়েছে। সভাপতি পদে একক প্রার্থী থাকায় সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম জীবনকে সভাপতি ঘোষণা করা হয়।