বড়লেখায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত বাবুল হোসেন (৪২) মারা গেছেন। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার দুপুরে ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত বাবুল দক্ষিণ শাহবাজপুর ইউপি’র মোহাম্মদনগর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে।
সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় দক্ষিণ শাহবাজপুর ইউপি’র ছোটলেখা চা বাগানের টিলাবাবু মাসুদ আহমদ বাগান সংশ্লিষ্ট বাবুল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোটর সাইকেলযোগে বড়লেখা সদরে রওয়ানা হন। দ্রুতগতিতে চলা তাদের মোটর সাইকেলটি বড়লেখা সরকারি কলেজের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দু’টি মোটর সাইকেলে থেকে পড়ে ৪জন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে বাবুল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় কতর্ব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দুইটার দিকে তিনি মারা যান।
দক্ষিণ শাহবাজপুর ইউপির ৯নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আব্দুল মান্নান জানান, শনিবার সন্ধ্যার দিকে ছোটলেখা চা বাগানের টিলাবাবু মাসুদ আহমদ বাগান সংশ্লিষ্ট বাবুল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোটর সাইকেলযোগে বড়লেখা সদরে যাচ্ছিলেন। বড়লেখা সরকারি কলেজের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলে সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে দু’টি মোটর সাইকেলে থাকা আরোহীরা আহত হন। এর মধ্যে বাবুল গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তিনি মারা যান। বাবুলের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই তারা ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পুলিশের কাছে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে পুলিশ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।