বড়লেখায় কাজে ফিরেছে শ্রমিকরা, ১৮ চা বাগানে প্রাণচাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় টানা ১৭ দিন কর্মবিরতির পর প্রধানমন্ত্রী ঘোষিত দৈনিক ১৭০ টাকা মজুরি মেনে রোববার (২৮ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিন স্বত্ত্বেও চা শ্রমিকরা কাজে ফিরেছে। উপজেলার ১৮টি চা বাগান ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। সরেজমিনে উপজেলার পাথারিয়া, সমনবাগ, শাহবাজপুর, কেরামতনগর ও ছোটলেখা চা বাগান ঘুরে টিলায় টিলায় শ্রমিকদের চা পাতা চয়ন করতে দেখা গেছে। গত কয়েক দিন পাতা চয়ন না করায় চা কুঁড়ি বেশ লম্বা হয়ে গেছে।
পাথারিয়া চা বাগানের শ্রমিক নেতা মোহন লাল রিকমুন জানান, রোববার চা বাগানের সাপ্তাহিক ছুটি। দীর্ঘদিন আন্দোলনের কারণে পাতা চয়ন বন্ধ ছিলো। প্রধানমন্ত্রী ১৭০ টাকা মজুরির ঘোষণা দিলে তা শ্রমিকরা মেনে নিয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণায় রোববার ছুটি স্বত্ত্বেও শ্রমিকরা কাজে ফিরেছে।
ছোটলেখা চা বাগানের ব্যবস্থাপক শাকিল আহমদ জানান, দীর্ঘ দিন পাতি চয়ন বন্ধ থাকায় গাছের মধ্যেই কুঁড়ি লম্বা ও শক্ত হয়ে গেছে। এসব পাতায় চায়ের সঠিক মান থাকবে না। তবুও শ্রমিকরা কাজে ফেরায় সবাই খুশি।