বড়লেখায় প্রবাসী দুই বিএনপি নেতাকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির উপদেষ্টা সৌদিআরব প্রবাসী বিএনপি নেতা আতিকুর রহমান আতিক ও আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রনেতা আব্দুল হাছিবকে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাঁঠালতলী) ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল শনিবার (২৭ আগস্ট) রাতে সংবর্ধনা দিয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য হাশিম আহমদ।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মালিকের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছাব্বির আবিরের উপস্থাপনায় কাঁঠালতলী বাজারে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য নাহিদ আহমদ চৌধুরী প্রমুখ।