যুক্তরাষ্ট্রপ্রবাসী চারজনকে সংবর্ধনা দিলো বড়লেখা সমিতি সিলেট
নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাষ্ট্রে বসবাসরত বড়লেখার বাসিন্দা ইঞ্জিনিয়ার আব্দুল মালিক, বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র চেয়ারম্যান জামাল উদ্দিন, বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র স্থায়ী দুই সদস্য এ হাসনাত সাহেদ ও আবুল কাশেম এর সম্মানে বড়লেখা সমিতি, সিলেট এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। নগরীর পূর্ব জিন্দাবাজারে একটি হোটেলে বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে অনুষ্ঠিত সংবর্ধনা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ডা. হেলাল উদ্দিন। সমিতির সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও ঢাকাস্থ বড়লেখা সমিতির সভাপতি নাজমুল ইসলাম লাকী।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, সমিতির সহ-সভাপতি আব্দুর রহমান শাহিন, সমিতির উপদেষ্টা ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার ব্যবস্থাপক আসম গৌছ উদ্দিন সিদ্দিকী, বড়লেখা সমিতি সিলেট এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লুলু, দপ্তর সম্পাদক আতাউর রহমান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার তাজুল, সমিতির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সাইফুর রহমান রানা, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, কার্যকরী পরিষদ সদস্য সাহেদ হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েম আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সাব্বির হোসেন খান, ব্যবসায়ী আবদুস শুকুর বকুল, সমাজসেবক আব্দুর রহিম, মাওলানা কমর উদ্দিন, আব্দুল মান্নান, হাছরুল হক, আব্দুল হাকিম, আবু ইউসুফ মোঃ সাহিদ, আবু সায়ীদ মোঃ নাহিদ, আহমদ মোজাহিদ খান, লুৎফুর রহমান ও আব্দুন নুর প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের বড়লেখা সমিতি সিলেটের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি