বড়লেখায় কলেজ ছাত্রসহ আ’লীগ ও যুবলীগ নেতাকে আসামী করার প্রতিবাদে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজারের ব্যবসায়ী নেতা ফয়েজ আহমদের ওপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামীলীগ ও যুবলীগ নেতাসহ আরও দুইজন কলেজ ছাত্রকে আসামী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে সৎপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এলাকাবাসী, আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নেতারা প্রতিবাদ সমাবেশ করেছেন।
বর্ণি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম আকাশের উপস্থাপনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বর্ণি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম আহমদ, আওয়ামীলীগ নেতা শিক্ষক কায়েদ-এ আজম, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল, শৈলেন্দ কুমার দাস, নজরুল ইসলাম, সেলিম উদ্দিন, শামীম আহমদ, জাকারিয়া হোসেন, নাহিদ আহমদ, হাসান আহমদ, কামরান আহমদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফকিরবাজের ব্যবসায়ী ফয়েজ আহমদ (৪২) গত ১৮ আগস্ট রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন বলে অভিযোগ করেন। তিনি নিজেই বলেছেন, কাউকে তিনি চিনতে পারেননি। পরে তিনি ষড়যন্ত্রমূলকভাবে বর্ণি ইউনিয়নের আওয়ামীলীগ ও যুবলীগ নেতা শাহজাহান মিয়া, মারজান আহমদ; কলেজ ছাত্র আব্দুল বাকি ও সুলতান আহমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। অবিলম্বে তারা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।