বড়লেখায় অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানসামগ্রি বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অনগ্রসর জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করতে বিজ্ঞানসামগ্রি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের উপস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: প্রণয় কুমার দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, শিক্ষক ঝোটন কান্তি দাস, উপজেলা দলিত সমিতির সভাপতি মিলন রবি দাস, আদিবাসী নেতা প্রসেনজিৎ শর্মা প্রমুখ।