বড়লেখায় আশ্বাস পেয়ে সড়ক ছাড়লেন ১২ হাজার চা শ্রমিক
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে অনড় উপজেলার ১৮টি চা বাগানের শ্রমিকরা। কর্মবিরতির অংশ হিসেবে বুধবার (২৪ আগস্ট) দুপুরে পৃথক দুইটি স্থানে চা শ্রমিকরা কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে। এ সময় সড়কের উভয় পাশে কয়েশ’ গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের অনুরোধে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
জানা গেছে, টি বোর্ডের মালিকানাধীন নিউ সমনবাগ, পাথারিয়া, মোকাম ও ব্যক্তি মালিকানাধীন রশিদাবাদ চা বাগানের অন্তত ১২ হাজার চা শ্রমিক নিজেদের বাগান থেকে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলার দক্ষিণভাগ বাজারে যায়। সেখানে কুলাউড়া-চান্দগ্রাম মহাসড়কের দক্ষিণভাগ হাইস্কুল রোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। অপরদিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেরামতনগর ও লক্ষীছড়া চা বাগানের শ্রমিকরা সড়ক অবরোধ করে। এ সময় রাস্তার উভয় পাশে কয়েকশ’ ভারি ও হালকা যানবাহন আটকা পড়ে তীব্র জটের সৃষ্টি হয়। সড়কের ওপর প্রায় দুই ঘণ্টা অবস্থান নেওয়ার পর উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবিটি যৌক্তিক জানিয়ে তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ছাত্রলীগ নেতা মাছুম আহমদের উপস্থাপনায় দক্ষিণভাগ বাজারে অবরোধ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, দক্ষিণভাগ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, থানা পুলিশের সেকেণ্ড অফিসার হাবিবুর রহমান, সমনবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কন্দ মুণ্ডা, সাধারণ সম্পাদক কালি প্রসাদ, পাথারিয়া চা বাগান পঞ্চায়েত সভাপতি মোহন লাল রিকমুন, সাধারণ সম্পাদক জয় বোনার্জি, শ্রমিক নেতা লতিকা রিকমুন, অজিত রবি দাস, সজল তাঁতী, রিতা মুণ্ডা, নারায়ণ কালোয়ার, রাঙা সাঁওতাল প্রমুখ।