কুপ্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে নির্যাতন, শালা-দুলাভাই কারাগারে
নিজস্ব প্রতিবেদক, জুড়ী :: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের সুমি আক্তার (২৪) নামের এক বিধবা যুবতীকে কুপিয়ে জখম করেছে সায়েল আহমদ ওরফে শাকিল (২২) নামক যুবক। সে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর কুচাইরতল গ্রামের মানিক মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর মামলায় শুক্রবার (২৬ আগস্ট) ভোরে অভিযুক্ত শাকিল ও তার ভগ্নিপতি লুৎফুর রহমানকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।
থানা পুলিশ, এলাকাবাসী ও নির্যাতিতার পারিবারিক সূত্র জানায়, নির্যাতনের শিকার সুমি আক্তারের স্বামী মারা গেলে সে একমাত্র সন্তানকে নিয়ে দিনমজুর বাবার বাড়িতে আশ্রয় নেয়। অভাবের কারণে সে ভবানীগঞ্জ বাজারের একটি পার্লারে কাজ নেয়। পার্লারে আসা-যাওয়ার পথে সায়েল আহমদ উরফে শাকিলের লোলুপ দৃষ্টি পড়ে সুমির দিকে। সে প্রায়ই রাস্তা পেয়ে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতো। কোনোভাবেই সুমি তাতে সাড়া দেয়নি। এ কারণে সে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকে। সে তার স্বার্থ চরিতার্থ করার সুযোগ খোঁজতে থাকে। গত ৮ আগস্ট একা পেয়ে সুমির ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সায়েল তা ফেরত দেওয়ার কথা বলে সুমিকে জুড়ী রেঞ্জ অফিস সংলগ্ন তার বাসার সামনে আসার জন্য বলে। সুমি সেখানে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা সায়েল ও তার ভগ্নিপতি টেনে-হেঁচড়ে তাকে বাসার ভিতরে নিয়ে দরজা আটকিয়ে শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে সায়েল ছুরি দিয়ে সুমির শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় সুমির চিৎকার শুনেও ভয়ে কেউ তাকে উদ্ধারে এগিয়ে যায়নি। এ ঘটনায় সুমি মারাত্মক আহত হলে সায়েলের বোন রিনা বেগম (২৮) তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়ে যায়। সুমির অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে সে পিত্রালয়ে ফিরে তার উপর নির্যাতনের ঘটনার বর্ণনা দিয়ে বৃহস্পতিবার রাতে থানায় শাকিলসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন।
জুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী জানান, নির্যাতিতা বৃহস্পতিবার রাতে থানায় এসে ঘটনার বর্ণনা দিলে তাৎক্ষণিক মামলা নেয়া হয়। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত শালা-দুলাভাইকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।