দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির বিরুদ্ধে বড়লেখায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, জ্বালানিখাতের অব্যবস্থানা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামীলীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২২ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল পরবর্তী কাঁঠালতলী বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের উপস্থাপনায় অন্যোন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, ময়নুল হক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগম ডলি, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।