দরিদ্র পরিবারকে নলকূপ স্থাপন করে দিলো বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দা তথা লন্ডন প্রবাসীদের কষ্টার্জিত অর্থে নিজ উপজেলার অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে। এবার সংগঠনের অর্থায়নে বড়লেখা পৌরসভার আদিত্যের মহাল পূর্বচক গ্রামের একটি দরিদ্র পরিবারে নলকূপ স্থাপন করে দেয়া হয়েছে। বছরের পর বছর ধরে বিশুদ্ধ পানীয়জলের অভাবে পরিবারটি চরম দুর্ভোগ পোহাচ্ছিলো।
জানা গেছে, পানীয়জলের কষ্টের ব্যাপারে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র নেতৃবৃন্দের কাছে ভুক্তভোগী পরিবারটি একটি অগভীর নলকূপের জন্য আবেদন করে। তাৎক্ষণিক ফাউন্ডেশন নেতৃবৃন্দ নলকূপ প্রদানের সম্ভাব্যতা যাচাই করতে ঘটনাস্থল পরিদর্শন করেন। নেতৃবৃন্দ বিশুদ্ধ পানীয়জলের নিদারুণ কষ্টের বিষয়টি উপলব্ধি করে ভুক্তভোগী পরিবারকে জরুরী ভিত্তিতে একটি নলকূপ স্থাপন করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরই আলোকে গত ১৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। গত ২১ আগস্ট বিকেলে নলকূপ স্থাপনের কাজ শেষ হলে উপকারভোগী পরিবারকে বুঝিয়ে দেন সংগঠনের সভাপতি শাহীন ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসিম স্বপন, ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ প্রমুখ।