২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বড়লেখায় ছাত্রলীগের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :: ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ছাত্রলীগ। রোববার (২১ আগস্ট) দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী পথসভা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিকু দে, হাফিজুর রহমান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক বাকের আহমদ, মারুফ আহমদ, আবিদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক সফিউস সামাদ জুয়েল, মারুফ আহমদ, প্রচার সম্পাদক টিপু চন্দ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাজু আহমদ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক নাজমুল ইসলাম, বিভাগীয় উপ-সম্পাদক আফতার হোসেন, ফাহিম আহমদ, কাওছার আহমদ, সহ-সম্পাদক ফরিদুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদ, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সাহেদ মালিক, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন, বর্ণি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, এম মন্তাজিম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রাজ, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, নিজবাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কয়েছ আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাওছার মির্জা রনি, সাধারণ সম্পাদক শাহিদ হাসান শিমুল, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজান আহমদ, সাধারণ সম্পাদক উসমান গণি, সুজানগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রূপক দাস বুলন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সদস্য কামরুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শুভন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাসিন মাহাদি, দেলোয়ার হোসন, সৌরভ দাস, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ প্রমুখ।