জুড়ীতে ভাগ্নীকে ধর্ষণের দায়ে মামা কারাগারে
নিজস্ব প্রতিবেদক, জুড়ী :: মৌলভীবাজারের জুড়ীতে আপন ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে কাশেম মিয়া (৩২) নামের এক নরপশুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের শামসু মিয়ার ছেলে। রোববার (২১ আগস্ট) ভোরে ধর্ষক কাশেম মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মেয়েটি অভিযুক্ত কাশেম মিয়ার স্ত্রীর আপন বোনের মেয়ে। আত্মীয়তার সূত্রে সে প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করতো। একপর্যায়ে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে কাশেম। গত ১৯ আগস্ট কৌশলে মেয়েটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী উপজেলা কুলাউড়ায় নিয়ে যায় কাশেম। সেখানে এক জায়গায় রেখে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে দুই দিন ধরে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ধর্ষক কাশেমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে এবং ভিকটিমকে পুলিশে হেফাজতে নিয়ে আসেন। পরে মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত কাশেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।