বড়লেখায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৮ ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় ৮ ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ আগস্ট) দুপুর পৌর শহরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে থানা পুলিশ।
সূত্র জানায়, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পৌর শহরের ব্যবসায়ী ছালিম আহমদকে ৫ হাজার, ইমরান হোসেনকে ৫ হাজার, দীপক দত্তকে ৫ হাজার, আব্দুল কাইয়ুমকে ৫ হাজার, ছায়েদ আহমদকে ৪ হাজার, আব্দুল আলিম ৩ হাজার, সুনাম উদ্দিনকে ৩ হাজার এবং তারেক আহমদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৮ ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।