বড়লেখায় ইউপি সদস্যসহ ৩ আসামীর বিরুদ্ধে সশ্রম কারাদণ্ডের রায়
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী উপজেলার তালিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার শাহীন আহমদসহ ৩ আসামীর বিরুদ্ধে আদালত সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। রায় ঘোষণাকালে মামলার প্রধান আসামী ইউপি সদস্য শাহীন আহমদ ও ৩নং আসামী কাইয়ুম আহমদ আদালতে হাজির থাকলেও ৩ বছরের দণ্ডিত আসামী ছফর উদ্দিন পলাতক ছিলেন। বিকেলে আদালত পুলিশ দণ্ডিত দুই আসামীকে কারাগারে পাঠিয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর উপজেলার তালিমপুর ইউপি’র মুর্শিবাদকুরা গ্রামের মিলন আহমদ জুমআর নামাজ আদায়ের জন্য গ্রামের জামে মসজিদে যান। পূর্ব বিরোধের জের ধরে ইউপি মেম্বার শাহীন আহমদের নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে মসজিদ প্রাঙ্গণে দা দিয়ে কোপ দিলে মিলন আহমদের মাথায় রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আহত বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলে মঞ্জুর আলমসহ স্বজনরা গুরুতর আহত হন। এ ঘটনায় আহত মিলন আহমদ বাদী হয়ে ইউপি মেম্বার শাহীন আহমদকে প্রধান আসামী করে ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা (নম্বর-সিআর-২৫৫/১৬) করেন।
আদালতের বেঞ্চ সহকারি ইকরাম হোসেন জানান, সাক্ষ্যপ্রমাণে তিন আসামীর বিরুদ্ধে বাদীর আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত প্রধান আসামী শাহীন আহমদ ও পলাতক আসামী ছফর উদ্দিনের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৩নং আসামী কাইয়ুম আহমদের বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন।