বড়লেখায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ও রোগমুক্তি কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক :: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু’র উপস্থাপনায় পৌর শহরস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সহ-সভাপতি ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হছনা, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা রফিক আহমদ প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন।