বড়লেখায় মাদক কারবারীর ৩ বছরের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ | সংবাদটি ২৫৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার বড়লেখায় মাদক মামলায় গোপাল তাতী (৫০) নামের এক মাদক কারবারীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক এ রায় দেন। গোপাল তাতী উপজেলার সমনভাগ চা বাগানের মৃত ধনঞ্জয় তাতীর ছেলে। আদালতের এপিপি গোপাল দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক মামলায় (২৪৯/১৯) আদালত মাদক কারবারী গোপাল তাতীর তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামী পলাতক রয়েছে।