জাতীয় শোক দিবসে বড়লেখার ১০০ দু:স্থ পরিবারকে বিজিবি’র খাদ্যসামগ্রি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১৩২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বড়লেখায় ১০০ দু:স্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রি বিতরণ করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)। সোমবার (১৫ আগস্ট) বিকেল চারটায় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ও বিজিবি’র আওতাধীন বোবারথল বিওপি’র ছোটলেখা বাজারে অনুষ্ঠিত খাদ্যসামগ্রি বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ আলম সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন, বিজিবি বোবারথল বিওপি’র কমাণ্ডার নায়েব সুবেদার মনির হোসেন। এ সময় গণমাধ্যমকর্মী, এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।