বড়লেখায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় আলোচনা সভা, দোয়া মাহফিল, দু:স্থদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মাধ্যমে সোমবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের উপস্থাপনায় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমাণ্ডার সিরাজ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকির হোসেইন।
জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সিরাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম প্রমুখ।
শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।
তথ্য আপা পরিবারের উদ্যোগে শোক দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, পৌর মেয়র আবুল ইমাম মো: কামরান চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট জোবেদা ইকবাল প্রমুখ।
নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজে অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক এমএ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।
পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে পৌরসভা কর্তৃপক্ষ আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ, পৌর সহকারি প্রকৌশলী আব্দুল মান্নান প্রমুখ।