বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ.কে’র মানবিক পদক্ষেপে অস্বচ্ছল পরিবার পেলো পাকাঘর
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকা পাখিয়ালার বাসিন্দা অস্বচ্ছল আলা উদ্দিনকে ফ্রেন্ডস ক্লাব ইউ.কে প্রায় সাড়ে ৬ লাখ টাকায় একটি বসতঘর নির্মাণ করে দিয়েছে। রোববার (১৪ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীকে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুকের সভাপতিত্বে ও বড়লেখা সিটি ক্লিনিকের পরিচালক সায়ফুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ.কে’র প্রধান উপদেষ্টা শাহাব উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাবেক পৌর কাউন্সিলর কায়সার পারভেজ, প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, ইউ.কে প্রবাসী আলীম উদ্দিন, যুবলীগ সম্পাদক কামাল হোসেন, প্রভাষক তারেক আহমদ প্রমুখ।