বড়লেখায় প্রবাসী ব্যারিস্টার সুমনকে নাগরিক সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের লিঙ্কন’স ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শাহবাজপুর সচেতন নাগরিক পরিষদ এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
স্কুল শিক্ষক রুয়েল আহমদের উপস্থাপনায় সংবর্ধিত অতিথি ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, অধ্যাপক আব্দুস শহীদ খান, সমাজসেবক মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দলিল লেখক তাজ উদ্দিন, ইউপি সদস্য সেলিম খান, মাসুক উদ্দিন, শিক্ষক করিম উদ্দিন প্রমুখ।