অধ্যক্ষ আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী ছাহেবের (রহ.) ইসালে সাওয়াব মাহফিল
নিজস্ব প্রতিবেদক :: শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর অন্যতম খলিফা এবং মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী ছাহেবের (রহ.) ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বড়লেখা উপজেলার তারাদরমস্থ কাইয়ূম সিদ্দিকী ছাহেবের (রহ.) বাড়িতে ১ম বার্ষিক ইসালে সাওয়াব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল-ইসলাহ’র বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান।
উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও উপজেলা তালামীযের সভাপতি রুবেল আহমদের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন ইয়াকুবিয়া হিফজুল ক্বোরআন বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন আল-ইসলাহ’র মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি শামছুল ইসলাম, সিলেট জেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, আল-ইসলাহ’র মৌলভীবাজার জেলা যুগ্ম সম্পাদক হাফিজ এনামুল হক ও মাওলানা ইসহাক আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু, তালামীয়ে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মহসীন, আল-ইসলাহ রাজনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মালিক, বড়লেখা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, বড়লেখা ইমাম সমিতির সভাপতি মাওলানা কুতবুল আলম, আল-ইসলাহ মৌলভীবাজার সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসেন ও জুড়ী উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী ছাহেবের (রহ.) কনিষ্ঠ ছেলে মাওলানা তামজিদ আহমদ সিদ্দিকী ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি কাজী রফিক উদ্দিন।