বড়লেখায় বন্যাদুর্গত ৫০ পরিবারকে কানাডাস্থ মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের আর্থিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১৫৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় সাম্প্রতিক দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে কানাডাস্থ মৌলভীবাজার জেলা এসোসিয়েশন। শনিবার (১৩ আগস্ট) বিকেলে এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলার সদর ইউনিয়ন, দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের অতিদরিদ্র বন্যাদুর্গত ৫০ পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আর্থিক অনুদান বিতরণের সভায় বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী আওয়ামীলীগ নেতা সিরাজ উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, সাংবাদিক আব্দুর রব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কানাডাস্থ মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের প্রতিনিধি শামীম আহমদ প্রমুখ।