বানভাসী শিক্ষার্থীদের পাঠদান, শিক্ষককে সম্মাননা দিলো সেতুবন্ধন
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখার দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসেম আলীকে সম্মাননা দেওয়া হয়েছে। সাম্প্রতিক বন্যায় দাসেরবাজার উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছায় পাঠদান করানোর জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়। ‘সেতুবন্ধন’’ এর শিক্ষকবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন। গত মঙ্গলবার বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতুবন্ধনের আহ্বায়ক শাহবাজপুর স্কুল এণ্ড কলেজের প্রভাষক মাসুদ রানা। উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, নারী শিক্ষা একাডেমী স্কুলের সহকারী শিক্ষক পলাশ মিয়া, বোবারথল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ। এ সময় সেতুবন্ধনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বন্যায় আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের স্কুল এবং কলেজপড়ুয়া শিক্ষার্থীদের লেখাপড়া যাতে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য গত ২২ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত প্রাথমিক থেকে দশম শ্রেণির ২৪ জন শিক্ষার্থীকে পাঠদান করান দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস ও তার সহযোগী সহকারী শিক্ষক হাসেম আলী। এ সময় তারা শিক্ষার্থীদের বিনামূল্যে বই, খাতা, কলমও কিনে দেন। আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারগুলোর বাড়ি-ঘর থেকে বন্যার পানি নেমে গেলে তারা (শিক্ষকগণ) শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেন এবং তাদের হাতে খাতা-কলম তুলে দেন।