মৌলভীবাজারে পরিবহন সেক্টরে জরিমানা করলো ভোক্তা অধিকার অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক :: সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলভীবাজারের বিভিন্ন যায়গায় সিএনজি স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া সিএনজি গাড়িতে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার খবরে এবং লাইলি বেগম নামের এক ভোক্তার সুনির্দিষ্ট লিখিত অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক, কুসুমবাগ সিএনজি স্ট্যান্ডের সভাপতি/সাধারণ সম্পাদক এবং কাগাবলা সিএনজি স্ট্যান্ডের সভাপতি/সাধারণ সম্পাদককে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ডাকা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আল-আমীন এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সিএনজি স্ট্যান্ডের সভাপতি/সাধারণ সম্পাদকগণ লিখিত বক্তব্যে বলেন, সিএনজি পাম্পে সিএনজি পেতে সাম্প্রতিক সময়ে সমস্যা ছিলো এবং সারা রাত সিএনজি চালকরা দাঁড়িয়ে গ্যাস নিয়েছে। এতে কোনো কোনো চালক অতিরিক্ত ভাড়া নিতে পারেন। বিষয়টি তাদের অগোচরে হয়েছে। এই ধরণের অন্যায় যাতে আর না হয় তারা চালকদের সর্তক করবেন মর্মে লিখিত স্বীকারোক্তি দেন। এমনকি প্রত্যেকটি সিএনজি স্ট্যান্ডে ভাড়ার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখবেন মর্মেও অঙ্গিকার করেন।
লাইলি বেগমের লিখিত অভিযোগ, কাগাবলা থেকে কুসুমবাগ পর্যন্ত সিএনজি গাড়ি চালক তার কাছ থেকে ৩৫ টাকার বদলে ৫০ টাকা নিয়েছে এবং চালক তার সাথে বাজে ব্যবহার করেছে। শুনানীতে লাইলি বেগমের অভিযোগের প্রেক্ষিতে কুসুমবাগ সিএনজি স্ট্যান্ডের সভাপতিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবহন নেতারা সকলেই অঙ্গিকার করেন, ভবিষ্যতে তাদের দায়বদ্ধতার জায়গায় তারা আরও দায়িত্বশীলতার পরিচয় দিবেন।
পাশাপাশি দিব্য পুরকায়স্থ ও আমিনুল ইসলাম নামের দুইজন অভিযোগকারী অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গলে অবস্থিত পানসি রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা এবং কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত নজরুল এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী ২৫% শতাংশ হারে মোট তিনজকে ১,৭৫০ টাকা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি