মাধবকুণ্ডের আবাসিক হোটেলে ৪ প্রেমিকা নিয়ে ফূর্তিকালে ৪ প্রেমিক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :: দেশের অন্যতম পর্যটনকেন্দ্র মৌলভীবাজারের বড়লেখায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক এলাকার আবাসিক হোটেলে প্রেমিকা নিয়ে ফূর্তিকালে সোমবার (০৮ আগস্ট) দুপুরে ৪ যুবককে গ্রেফতার করেছে। থানা পুলিশের এসআই জাহেদ আহমদ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। সোমবার বিকেলে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে-বড়লেখা সদর ইউপি’র গ্রামতলার আব্দুস সামাদ (২৬), নিজবাহাদুরপুর ইউপি’র চান্দগ্রামের আব্দুল হান্নান (২৭), দক্ষিণভাগ ইউপি’র হরিপুরের জাকির হোসেন (২৭) ও কুলাউড়া উপজেলার জয়পাশার এমদাদুল ইসলাম (২৭)।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত চার যুবক তাদের চার কিশোরী বান্ধবীকে নিয়ে সোমবার সকালে মাধবকুণ্ড ইকোপার্কে বেড়াতে আসে। আমোদ-ফূর্তি করার জন্য জলপ্রপাত এলাকার আবাসিক হোটেল নিরিবিলিতে উঠে। অসামাজিকতার গোপন অভিযোগের ভিত্তিতে দুপুরে ওই হোটেলে পুলিশ অভিযান চালিয়ে চার কিশোরী ও চার যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, মাধবকুণ্ড পর্যটন এলাকার আবাসিক হোটেলগুলোতে প্রতিনিয়ত এমন অসামাজিক কাজ চলে। স্থানীয় উপজেলা প্রশাসন সম্প্রতি এসব তদারকির জন্য পর্যটন পুলিশকে দায়িত্ব দেয়। এমনকি নিয়মিত বোর্ডারের তথ্য ফরম চেক করার জন্যও নির্দেশনা দেয়া হয়। জানা গেছে, ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে এখানকার আবাসিক হোটেলের আঁড়ালে চলা অসামাজিক কর্মকাণ্ড। বৈশ্বিক মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মাধবকুণ্ড পর্যটন এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে নানা পন্থায় চলছে অসামাজিক কর্মকাণ্ড। এসব হোটেলগুলোতে প্রেমিক-প্রেমিকাদেরই বেশি সুযোগ করে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।
বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সোমবার দুপুরে অসামাজিকতার অভিযোগে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে ৪ যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। অপরদিকে আটক ৪ কিশোরীকে তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে।