সুজানগরে বন্যার্তদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করলো বড়লেখা সিটি ক্লিনিক
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের পাঁচ শতাধিক বন্যাদুর্গত মানুষকে গত শনিবার (০৬ আগস্ট) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এসআইবিএল ও এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি আব্দুল করিমের অর্থায়নে বড়লেখা সিটি ক্লিনিক এণ্ড ডায়গনস্টিক সেন্টার সুজানগরের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করে।
সিটি ক্লিনিক এণ্ড ডায়গনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালক সাইফুর রহমানের উপস্থাপনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল করিম সিআইপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, তালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম সুনু মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহেদুল মজিদ নিকু, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক আব্দুল জলিল, জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবুল হোসেন, তুতিউর রহমান, শহিদ আহমদ, কালা মিয়া, আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, খলিল উদ্দিন, জামিল হায়দার প্রমুখ।