হাকালুকি হাওরপারে অভিযানে ব্যাপক অবৈধ জাল জব্দ, দু’ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপারের কানুনগো বাজারের বিভিন্ন দোকানে শনিবার (০৬ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় আদালত দুইজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে। বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। এ সময় থানা পুলিশের এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
জানা গেছে, অবৈধ কারেন্ট জাল বিক্রি ও দোকানে মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত উপজেলার হাকালুকি হাওরপারের কানুনগো বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা ও অপর ব্যবসায়ী আব্দুল মুকিতকে ৫ হাজার টাকা জরিমানা করে। এ সময় তাদের দোকান থেকে প্রায় ১০ হাজার মিটার দীর্ঘ ৯৭ পিছ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, অবৈধ কারেন্ট জাল বিক্রি ও দোকানে মজুদ রাখার দায়ে দুইজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন। তাদের দোকান থেকে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল বিকেলে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে।