বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সিআইপি আব্দুল করিমের অর্থায়নে ঢেউটিন ও অর্থ সহায়তা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০ পরিবারকে ঢেউটিন ও ২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি হাজী আব্দুল করিমের অর্থায়নে ও বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে সিআইপি হাজী আব্দুল করিমকে সদর ইউনিয়নের পক্ষ থেকে সম্মাননাও দেওয়া হয়। এ উপলক্ষে শনিবার (০৬ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি হাজী আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, ইউপি সদস্য আব্দুস সালাম প্রমুখ।