বড়লেখায় আ’লীগ নেতার সংবাদ সম্মেলন : মসজিদে ডেকে নিয়ে মারধরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় মসজিদে ডেকে নিয়ে ভেতরে ঢুকিয়ে গেট বন্ধ করে মারধরে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচার দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল জলিল ফুলু মিয়া। শুক্রবার (০৫ আগস্ট) বিকেলে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি উপজেলার কাঁঠালতলী (দক্ষিণ) গ্রামের মৃত মোস্তফা উদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে আব্দুল জলিল ফুলু মিয়া বলেন, গত শুক্রবার (২৯ জুলাই) দুপুরে পরিকল্পিতভাবে দক্ষিণ কাঁঠালতলী গ্রামে তারই পঞ্চায়েতের লোকজন মসজিদে তাকে ডেকে নেন। ভেতরে ঢুকিয়ে গেট বন্ধ করে প্রতিবেশি মাসুদ শাহীন ও জাহান আহমদসহ একদল সন্ত্রাসী তাকে ব্যাপক মারধর করেন। তাদের মারধরে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ৩দিন চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করলেও ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িত কাউকে গ্রেপ্তার করেনি থানা পুলিশ। বিচারহীনতার কারণে অভিযুক্তরা তার বড় ধরণের ক্ষতি করতে পারে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আশংকার কথা জানান। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ও কী কারণে তাকে এভাবে মারধর করা হলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি উদঘাটন করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঘটনার প্রত্যক্ষদর্শী একই গ্রামের বাসিন্দা মাসুক আহমদ, রিয়াজ উদ্দিন, বিলাল আহমদ, খালেদ আহমদ প্রমুখ। বক্তারা মসজিদের ভেতর একজন মানুষের উপর সংঘবদ্ধভাবে মারধরের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক বলে আখ্যায়িত করেন।