বড়লেখায় শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (০৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন আলোচনা সভা, বৃক্ষরোপণ কার্যক্রম ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের উপস্থাপনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, থানা পুলিশের ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।