বড়লেখায় ইয়ুথ এইড’র উদ্যোগে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়নের ২৫টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ১৪’শ ক্ষুদে শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে সামাজিক সংগঠন ‘ইয়ুথ এইড অরগেনাইজেশন’। সরকারের নিয়ম অনুযায়ী, শিশু শিক্ষার্থীদের স্টুডেন্ট ইউনিক আইডি’র জন্য এই মহৎ উদ্যোগ নেয় সংগঠনটি। কয়েক ধাপে নিজবাহাদুরপুর ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮টি কিন্ডারগার্টেনসহ মোট ২৫টি প্রতিষ্ঠানের ১৪’শ শিশু শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ইউনিয়নের ৬টি কেন্দ্র মাইজগ্রাম প্রাথমিক বিদ্যালয়, চান্দগ্রাম প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়, ভাগাডহর প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় ও গল্লাসাংগন প্রাথমিক বিদ্যালয়ে ৩দিন ব্যাপী চলে এই ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম। প্রথম দিনে ৬টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ইউনিয়নের ভাগাডহর ও মাইজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে কার্যক্রমের যাত্রা শুরু হয়। গত মঙ্গলবার শেষ হয় এই কার্যক্রম।
ব্লাড গ্রপিং কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ইয়ুথ এইড অরগেনাইজেশন এর প্রধান উপদেষ্টা ময়নুল হক মাস্টার, বড়লেখা ডিগ্রি কলেজের প্রভাষক সংগঠনের উপদেষ্টা শফিউল আলম, চান্দগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খায়রুল আলম নুনু, সংগঠনের উপদেষ্টা রশিদ আহমদ সুনাম, গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, সংগঠনের উপদেষ্টা নিজবাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিধু ভূষণ নাথ, সংগঠনের উপদেষ্টা ও ইটাউরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, গল্লাসাংগন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান আবুল, সংগঠনের পরামর্শক ও উপস্থাপক ইকবাল হোসেন, ফুলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক লোকমান হোসাইন, গল্লাসাংগন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসাইন, দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবলু মিয়া, সংগঠনের শুভাকাঙ্ক্ষী আবু হাকাম রাজু, প্রবাসী সালমান খান, সহ-সভাপতি যথাক্রমে কামরুল হাসান, আব্দুল আলিম, তায়েফ আহমদ ও সৈয়দ আব্দুল হাকিম।