বড়লেখায় ২১ মোটর সাইকেল আরোহীকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ৪ আগস্ট, ২০২২ ৯:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১৯৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে হেলমেট ও লাইসেন্সবিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটর সাইকেল চালানোর অপরাধে ২১ মোটর সাইকেল আরোহীকে ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (০৩ আগস্ট) দুপুরে মোটরযান আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট জাহাঙ্গীর হোসাইন। এ সময় থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, দণ্ডপ্রাপ্ত মোটর সাইকেল আরোহীদের মাথায় হেলমেট ব্যবহারসহ হালনাগাদকৃত সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে রাস্তায় বের হওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেয়া হয়। প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।