কাতারের শেখ নাসিরের অর্থায়নে হাকালুকির ৪০ পরিবার পেলো ঢেউটিন ও অর্থ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাকালুকি হাওরপারের ৪০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্টেইট অব কাতারের শেখ নাসির যাছিম আব্দুর রহমান আল বদরের অর্থায়নে এবং খেলাফত মজলিস কাতার আল খারীব শাখার সভাপতি হাফিজ মাহফুজ আহমদের সার্বিক সহযোগিতায় সোমবার (০১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১ বান্ডেল করে টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
জানা গেছে, হাকালুকি হাওরপাড়ের তালিমপুর ইউনিয়নের বড়ময়দান, মুর্শিবাদকুরা, খুটাউরা, হাল্লাসহ বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারকে ১ বান্ডেল করে ২ লাখ ১৬ হাজার টাকার টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ উপলক্ষে হাবিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাই, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সালেহ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন আবু হায়দার টিপু, ছখাই মিয়া, রাজা মিয়া, নাহিদ প্রমুখ।